পৃথিবীর সৌন্দর্য বুঝতে পারনি
অসীম সীমান্তে নীরবতা নিয়ে এই তোমার বেঁচে থাকা।
আলো অন্ধকারের সাথে, রৌদ্র অনাগত বৃষ্টির সাথে।
মনখারাপের এক্কা দোক্কা কাটিয়ে আজও ধরা দাও নি সংকেতে।
চাদর জড়ান বেলা বয়ে যায়, উষ্ণতা কমে।
চাঁদের জ্যোৎস্না এলো অলংকারে গ্রহনের প্রয়োজন বোঝ নি কোনোদিন।
নীরবতা কে আশ্রয় করে জীবনকে করেছো বিবর্ণ, বিপন্ন পূর্ণতায়—
যদি তুমি তাকে অভিজ্ঞান বল
তাহলে বাস্তবতা কি দুরপথে গান বেঁধেছিল?
নৈঃশব্দ নিশ্চুপ হলে অশ্রুপুর্ন চোখে পরিত্রাণ চাও।
যে বাতাস হারিয়ে ফেলেছে ঝড়
সমস্ত সফলতা ঠোঁটে নিয়ে উড়ে গেছে যে আনন্দপাখিরা
তাদের ফিরে আসার অপেক্ষায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকো।
মেঘহীন আকাশ থেকে কি ভাবে তুমি ছায়া ফেলো অজয়ের জলে।
কান পেতে শোন পাড় ভাঙ্গার শব্দ,
তোমার নির্জনতা তোমার অশনি সংকেত।