তোমার বলা কথাগুলো জুড়ে জুড়ে
আমি নির্মাণ করি আমার কবিতা—
তোমাকে নিয়ে লেখা আমার অক্ষম
পঙক্তিগুলো ফিরে আসে তোমার
সৌন্দর্য নিয়ে।
যেন মনে হয় তোমার যুগল ভ্রূ উড়ন্ত
চিলের ডানার মত প্রসারিত।
তোমার বুকের মধ্যে খুঁজে পাই
আমার হারিয়ে যাওয়া কাব্যকলা।
তোমার শরীর ময় ফুটে আছে আমার
কবিতার কাশ ফুল। তোমার ওষ্ঠের ছোঁয়ায়
কবিতার খাতা জুড়ে নেমে আসে
প্রশান্ত বর্ষণ।
শরতের আকাশে ভেসে বেড়ান মেঘ থেকে
আহরন করি কবিতার স্নিগ্ধ সজীবতা।
তোমার উষ্ণ আলিঙ্গনে আমি খুঁজে পাই
কবিতার ছন্দ।
তোমার খোঁপার ফুলে খুঁজে ফিরি
কবিতার অন্ত্যমিল।
আমার কবিতার চিত্রকল্পে ফুটে ওঠে
তোমার চোখের বিদ্যুৎ ঝিলিক।
স্তনাগ্র চুড়ায় খুঁজে ফিরি কবিতার রহস্য।
তোমার প্রনয় থেকে আমি আবিষ্কার করি
আমার অভিমানী কবিতার
নতুন প্রজন্ম।