তুমি কি ভুলে যেতে চাও –
যে ভালোবাসার নামগান মুখরিত হয় কোলাহল জনপদ জুড়ে।
যে নারীর সারা শরীর জুড়ে আগুনের তাপ
সে কি করে বলবে ভালোবাসা মিথ্যা শরীরের মায়াটান।
সেই কবে যেন মরুঝড় বয়ে গেছে জীবনে তোমার
পায়ে পায়ে ছুটেছে জগৎ পাহাড় প্রমান।
চৌদ্দবছর পর ফিরে এলো প্রেম তোমার জীবন
এখনও শরীরে লেগে আছে কবেকার বুনোঘ্রাণ
প্রেম তোমার এসেছে নেমে প্রজ্বলিত পরিখার কাছে
তবে কার ভয়ে ম্রিয়মান তুমি...
আমি শুধু দেখি তোমার তৃষ্ণার্ত বুক জুড়ে
বয়ে যায় তীব্র মরুঝড়...