তোমার পায়ে প্রতিরোধের বেড়া
ভালোবেসে নিজেকে নিঃশেষ করো
তোমার পথে পথ রোধ করা পরিচিত মানুষের ভিড়।
চেনা মুখগুলো আজও তোমার অচনা রয়ে গেল
শীতের সকালে শরীরে জড়ানো শাল
মনে পড়ে কত বছরের পুরনো ওমটির কথা।
তোমার বারান্দায় রোদ পোয়ানো সকাল।
ব্যথিত দুচোখে খুঁজো নিঃসঙ্গতায় মৃদুকণ্ঠে হারান গান।
তুমি নীরবতার কাছে খালি হাতে কি চাও নীরবে?
তোমার গলির মোড়ে গোলাপ হাতে অপেক্ষায় আমি।
বেলাশেষের বেলা যায় চলে..
সাগরের সব মেঘ আবার সাগরে যায় ফিরে।
এ কোন মৌনতা তোমার, পরিচিত জনের বেড়া টপকে আসতে পারো না।
মনে রেখো আহত পলাশে নেই আগামী কুঁড়ির প্রতিশ্রুতি।
শকুনির পাশায় আটকে থাকা দ্রৌপদী তুমি
ঘুর পাক খাও, ইষ্টনাম যপো মাধব মাধব...