কতটা দেখেছি তোমায় আরও দেখা বাকি আছে চারিপাশে
কতটা এসেছো কাছে, তার থেকে দূরে গেছো সরে
অবুঝ মন নিয়ে পাড়ি দিই তোমার জগতে
খুঁজে ফিরি ঘাসের ডগায় সোনালী রোদ্দুর।
যে হাওয়া শুন্যে ফালা ফালা কেটে যায় হৃদয়
তার কাছে সমর্পণ করি। জ্যোৎস্নায় বুনো গন্ধ লেগে ফিরে
আসে হারানো সময়। ছিঁড়ে যাওয়া শিকড়ের
ফাঁকে ফাঁকে জমে যায় বৃষ্টির জল।
তোমাকে বুঝতে বুঝতে মন মিশে যায় অভিসারে।
উড়ন্ত ঘুমের ভিতর থেকে জেগে ওঠে মৈথুনের যত উছৄঙ্খলতা।
তোমার অমল জ্যোৎস্না অন্তর্লীন হলে
অনেক দূরবর্তী অরণ্যের পথ সহজতর হবে।
নিজের অস্থি থেকে বের হয়ে জেগে ওঠো,
কেটে যাক শরীর জুড়ে খর রোদের তীব্রতর দহন।
নিয়ে এসো চোখে শ্বেতপদ্ম ভোর আর অনন্তের আলো...