স্মৃতির নির্যাস নিয়ে বার বার ফিরে আসে মানবিক টান
কত কত বছরের দুমড়ে মুচড়ে পড়ে আছে মফস্বল গ্রাম।
জঙ্গলের ছায়ার পাশে ছিল রোদ, রোদের পাশে ছায়া
আচার বিচারহীন ভালোবাসায় ভাঙা ভাঙা ছায়াপথ মাড়িয়ে
সে খুঁজে শহরের অলিতে গলিতে রাস্তার মোড়ে।।
চিত্তহারা সংসার রেখে সে আসে মফস্বল থেকে কলকাতায়।
সহজিয়া অনুরাগে দেখি তার বিষণ্ণ শিউলির শাখায়
জমে থাকা কষ্টের হিম।
আবছা আঁধারে যখন পড়ে গেছে চোখ,
তখন সে সারাদিন রোদ্দুরে রোদ্দুরে বৃষ্টি মাথায় করে
ছুটে গেছে বার বার। তার শিরা উপশিরায় তখন বিস্ময় প্রতিক্ষণ।
রাতের অন্ধকারে বিছানায় দুচোখে ভরে এসেছে অঝোর বৃষ্টিকাল।
মাঝে মাঝে সে ভাবে প্রেম ফিরে এল বুঝি
স্বছ জলের রেখায় ঢেউটুকু বড় আনন্দের।
দুঃখের শাসিত জীবনে সে ভয় খায় পাছে গায়ে মিশে যায়
করুন কাহিনী...