সারাজীবন ধরে আমি কামনা করেছি তোমাকে।
জ্যোৎস্নার প্লাবনে ভেসে যাওয়া তোমার শরীরটা
জনহীন প্রান্তরে জাগ্রত হয় কোমল স্পর্শে।
তোমার মল্লিকা বনে ফুটে ওঠে ফুল।
আমি নীরবতা নিয়ে চলে আসি তোমার কাছে।
আমি এঁকে দিই তোমার কোমল মুগ্ধতার আলপনা।
তোমার অভিমানী চোখে দেখি প্রাঞ্জ ঘনত্বে থিতু হয়ে থাকা
একাকীত্বে গোপন ভালোবাসা। আমি প্রতিদিন চেয়ে দেখি
করমচা ফুলের গন্ধে কেঁপে ওঠা শ্বাস।
কুয়াশার চাদর সরায়ে দেখি তোমার সলজ চোখে এখনও রয়েছে শুন্যতা।
আমার এই উদাসী মনে চেয়েছি তোমার রূপের জ্যোতি বর্ণহীন কোথাও একফোঁটা।
পূর্ণ করে দেব আমি সিঁদুরের প্রলেপে।
অন্ধকার ছেয়ে যাওয়া তোমার এই মনে অন্যথা হবে না প্রেম বিনিময়ে।
একটু আধটু মৃদুতাপ ছড়িয়ে দেওয়ার কামনায় গাঢ় হয় প্রনয়ের দিনরাত্রি।
আমাদের এই নিবিড় শহর, জখম রাত্রির অবগাহনে—
ছায়াবৃত অন্ধকারে অশব্দ ঢেউয়ের মতো ভেঙ্গে ফেলো এই সন্ধ্যাবেলা।