জ্যোৎস্নার রাত..
আলো পড়ে তোমার ঝুল বারান্দায়
নিস্তব্ধতায় বসে আছো তুমি
চরাচরে মায়াবী স্নেহ।
তবু কি বিপুল প্রত্যাশা
অপেক্ষায় দ্রবীভূত মন।
আজ কালিদাস নেই, কে লিখবে তোমার বিরহীযাপন
প্রেম নেই পৃথিবীতে, বিরহ কি ভাবে বাঁচে আর।
মেঘ আসে উড়ে যায় তোমার স্বপ্নহীনমাঠে
ভোর হতে দেরি নেই দোয়েল ডেকে ওঠে গাছে
শুধু চেয়ে থাকো, চেয়ে থাকো দিনরাত।