জলের ধারে দাঁড়িয়ে যে মেয়ে
তার পায়ের পাতা একদিন জল ছুঁয়েছিল।
দ্যুতিহীন শালিখের মত জলকেলি!
নদী জানে তার কথা –
তার অরন্য গ্রাম উঠে চলে গেছে বন থেকে দুরে
সইয়ে নেওয়ার মত জীবন মানিয়ে নিতে পারে নি
শুধু ধুয়াজালে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে গেছে গাছেদের গায়।
সে দেখে কৃষ্ণবর্ণ মেঘের বলয়ে পাখীর উড়ান
মথিত হতে থাকা হৃদয়ে বিষাদ আলো।
সে কি চেয়েছিল আলো?
নাকি আঁধার চেয়েছিল?
নাকি শুধু জলের ভিতর দাঁড়িয়ে থাকা মানুষ?
মৌনতা ভেঙে ঘোষণা করে ফিরে এসো—
তুমিই আমার বর্তমান...