সবকিছু ছাড়িয়ে আকাশে তোমার চোখ
কোনদিন আর সে চোখ ফিরে তাকাবে না
ফসলবিহীন শূন্য মাঠের দিকে
এর চেয়ে তাই ভালো অসহ্য অতীত স্মৃতির
চাষাবাদের ক্লান্তিকর পন্ডশ্রম ভুলে যাক
ভালোবাসার হৈ চৈ বাধানো যৌবন
চোখের ভেতর শুরু হোক আকণ্ঠ সূর্যের মাতলামী
পরিবেশটা পালটে যাক ; পরিস্থিতিও
তোমার সহজ আয়ত্বের বাইরে দিয়ে
দ্রুত নগ্ন পায়ে হাঁটতে থাক
ব্যর্থতায় ম্লানমুখী নত চাঁদ
মেঘের আড়ালে ধন্যবাদ খুঁজুক
আরেক ভুবনে তার আহত চোখের ভেতর
ভাংড়া নাচের উত্তেজনায় বিভোর হয়ে
অকাল হাড্ডিসার ভিক্ষুকের ঝোলা ছিঁড়ে
করুণার চাল পড়ে যাবার ব্যাপক দুঃখ এসে
বাকী জীবন নিবিঘ্নে বসত করুক।