শব্দের ভেতর শব্দের আকাশ আলোহীন
দুর্দাম ভয়ের শহরে ছড়ায় হরতাল
হাতের কাজ ওঠে না হাতে বিষন্ন মুখ
কাছের লোকজন ছুটে পালায় কেন যে
কিছুই তার জানা যায়নি বুঝি না এসব
চেষ্টা করে দেখেছি অনেক লাভ নেই


চোখ মুখ বুকের হাহাকার রাত দিন বাড়ছে
ক্ষমা চেয়ে তবু অসহায় ভঙ্গিতে বলছে ;
শব্দের শরীরে ভয়ানক ক্ষতের কালো দাগ
বসে যাচ্ছে ঠেকানো যাবে না, বন্ধু বিদায় ...।