হাত বাড়ালে হাত থাকে না হাতে
সেই হাতের চেয়ে আদরে হাত
ডানে বায়ে ধারে কাছে দেখিনাতো
এক যাদুর ছোঁয়া লেপ্টে আছে
সেই হাতে তার হাতে যার কথা
কেউ ভাবে না কেউ বুঝে না মোটে
তবু সে আছে দূর সুদূরে আছে
পড়ে আছে মরে যেতে পারেনি তো
সাধ তার নেই কোন অবশেষ
ঝরা বকুলের গান তার প্রাণ।