হৃদয়ে সাগর শপথ ঢেউ তুলে
যখনি যাকে বলেছি এই কুমার তীরে এসো
সেই বলেছে না


তারপর থেকে এই আমি সেই আমি নেই
সদাশয় অমানুষ হয়ে গেছি
রক্তে পশুবৎ সারেঙ্গী বেজে চলেছে একটানা
খাই খাই ভাব লেগে আছে সারাক্ষণ


ভালো আছি কি মন্দ আছি
ভেতরে শিক্ষিত বেকার যুবকের হাউকাউ
সমকালীন অন্ধকূপ হত্যাকে
বলছে সাবধান! শেষ দেখে নেবো


আর যে কিছুই বলার নেই বাকি
যখনি যাকে বলেছি লাল নদীর দেশে যাবো
সেই বলেছে না


এই ভাবে একটি যুগ পালিয়েছে
বেগমতি হারিয়েছে গঙ্গায়
গঙ্গা লুকিয়েছে পদ্মায়-আর আমি
কোথায় পালাবো, পালাবার পথ নেই কোন ?


লোক ভয়ে ভীত নই সে কথা সবার জানা
তবুও অজানা কামনার কাছে
তা না হলে এই তুমুল ডাকাডাকি
কেউ না কেউ শুনতে পেতো, শুনেনি তাইতো
বলেনি কেউ এসেছি ফিরে
অসীম পাওনা সবটা বুঝে নিতে।