জরুরী কাগজ অথবা সেই কেরানী জীবন থেকে কিছু
দূরের আকাশে চোখ পড়া সুখের শিকার হয়ে যাই
খুঁজতে থাকি ভোরের পাখি একলা বনে কুয়াশা নামে
সাঁঝের ছায়া পিছনে যায় রাতের কথা বাজতে থাকলে
সাহসের নদীতে জোয়ার এলে ভাটার সময় তোমাকে খুঁজি


খুঁজতে থাকি সাগর চোখে অচেনা দিন বিদায় দিতে
পারতে হবে আজও তাই পারছিনে
সাহসের পাহাড় ভাংতে গিয়ে গড়ার ভেতর তোমায় দেখি
পাইনে দেখা তবু পথ চেয়ে আছি


কবিতা ভালোলাগার গান, কবিতা রাতজাগার পাখি
পাখির কাছে গানের ছবি খুঁজে যাই
রাতের চোখে ফুলের হাসি খুঁজে যাই


হায় আফরোজ হৃদয়ে তুমি তোমার দেখা
জ্বলছে আগুন পঁচিশ থেকে বিরতিহীন
সোহেলী রাত দুলালী চাঁদ কল্পনাময়
এমন শোভা জলসা ঘরে চাইনে আমার


ভুবন উজাড় তুমি খুঁজে ফেরা প্রভাত পাখি
চারিদিকে মেঘরাজ ছুটছে যখন হঠাৎ আমি
সাহসের নদীতে জোয়ার এলে ভাটার সময় তোমাকে খুঁজি।