অভাব কেবলি অভাব ছুঁইছে বুকের আঁচল
দুঃখের ভেতর হাতড়ে বেড়ায় সুখের নিবাস
দিন যায় রাত যায় ভোগ যায় চোখ যায় যায়
হাত যায় পাও যায় শোনা যায় শুধু হায় হায়
কেবলি অভাব দারুণ খুশীর ফোয়ারা ছুটিয়ে
দেখতে দেখতে কাছে এসে পড়ে কোন কথা নেই
একটা কথার হিসাব মেলাতে আগ্রহ দেখায়
কি কথা যে কথা হৃদয় অতলে হেসে হয় খুন
সময় নামক ডানার ঝাপটায় পরাজিত হয়ে
আজ বেসামাল সব কিছু বাদ নেই কোন কিছু।