এই অপমান কাছে টেনে সারাক্ষণ হৃদয় শরীরে
নেই ক্যান প্রতিবাদ ? আছে চুপচাপ থাকার প্রয়াস
জীবনের মাঝ রাতে এসে অকারণ শুধু
মাছি মেরে হাত মাটি করা কি উচিত হবে ?
লাল থেকে নীল তারপর সবুজের সমাহার
আবার কি সেই ফেলে আসা দিনে ফিরে যাবো ?
না না সেদিকে যেতে চাইনে ; চাই জল ছল ভালোবাসা
চাই নিকট আর দূরের উঁচু নীচুহীন বসবাস


এই গানের কাছে অমর সে যুগ এ যুগ
সারা জীবন কেঁদে ফেরার সহজ বলয়
যুগে যুগে এই অপমান হয়ে গেছে কতজন
তার পরিণাম বড়ই অশুভ ছিলো সে কথা অজানা নয়।