সময়টা ছিলো ১৯৬০, ৭০ ও ৮০’র দশক। কবি/ লেখকদের স্ব-নামে বে-নামে দুটি লেখা ছেপে সম্মানী দেয়ার চিন্তা করলাম । বেশীর ভাগ ছিলো ছাত্র। আমিও তখন ছাত্র। অর্থ সংকট ছিলো অনেকেরই। তখন স্বনামে একটা লেখা ছাপতাম। আবার অন্য নামেও একটা লেখা ছাপতাম। যাতে বেশী টাকা দেয়া যায়।  তখন কবিতার জন্য ২৫/-, গল্প ছাপার জন্য ৫০/-, প্রবন্ধ ছাপার জন্য ৫০/-, ছড়া ছাপার জন্য-২৫/- সম্মানী দেয়া হতো। এই সম্মানী দেয়া হতো মাসিক গনমন (ফরিদপুর জেলা বোর্ডের পত্রিকা) এবং মাসিক অগ্রদূত। এই দুটি পত্রিকায় যাদের লেখা ছাপা হতো বিশেষ করে আবিদ আজাদ, সোহরাব হাসান, খুরশিদা হক, আতাহার খান, জাহাঙ্গীরুল ইসলাম, ত্রিদিব দস্তিদার, শাহ কামাল, সুজাউদ্দিন কায়সার, সৈকত রহমান, মনোয়ার হোসেন, মাহমুদ শফিক, ফজলুল করিম (গল্পকার), জাফরুল আহসান (গল্পকার), আবু সালেহ (ছড়া), খালেক বিন জয়েনউদদীন (ছড়া), হাসান হাফিজ, জাফর ওয়াজেদ, আবু করিম, রফিক নওশাদ, সৈয়দ শামসুল হুদা, আলী ইমাম, শাহানা ফেরদৌসী, শামীম আজাদ, রবীন্দ্র গোপ, রফিকুল ইসলাম সরকার প্রমুখ। এক মাসে গল্প ছাপলে পরের মাসে কবিতা ছাপতাম। সম্মানীর জন্য অনেকেই গল্প ও কবিতা দুটোই লিখতো।