তোমার শরীরে রাতের আগুন খেলে যায় কিনা
আজও ভুলিনি গোলাপ খুনের কথা কাহিনী
কিছুতেই ফিরে তাকাতে পারিনে আর
চোখের সামনে বিগত খুনের ছবি
দেখার বাসনা ছিলো না আমার তবু
কি করে কি করে পরিচিত পথ ভুলে
খুনখারাবির নেশার চরণে নতমুখী চাঁদ
জানিনা বুঝিনা চিনি না কাউকে ইদানিং আমি


নরক সড়কে অবাধে ছুটছে কালো ঘোড়া
তারই দারুণ ঘোড়সওয়ার আজ আমি
তোমার শখের হলুদ বাগানে দুটি ফুল ছিলো
কোথায় সে ফুল তেমনি আছে কি ঠিক অবিকল ?
না থাকা সমূহ বিপদ, সে কথা বুঝতে অনেক বাকি
যা কিনা সহজে একটি হৃদয়ে ছড়ায় পাপড়ি শুধু।