ঝড়ের নদীতে জোয়ার এলে
ভেসে যায় রাজপথ পর্বত মালা
ক্ষেতের ফসল, জানালা কপাট
চুরমার আশার বাগান বাড়ি
স্মৃতির আহত ডালপালা অসহায় চোখ
ছুঁড়ে এদিক -ওদিক
কোন খবরই হয় না তার
চলে যায় দিনের সুবাস
মধ্যরাত কেড়ে নেয় বুকের সাহস
কিছুই বলার নেই অবাক সবকিছু ভাষাহীন
জ্বলে পুড়ে ছাই হয়
জ্বলতে জ্বলতে তবু সে চলতে চায় পারে না চলতে
ঝড়ের নদীতে জোয়ার এলে
ফসল উজাড় মাঠে কাক কা-কা হাসির দাপট দেখে
পথের নিবাসীরা ভীষণ তাকিয়ে রয়
ভালোবাসার সরল আকাশ নিঃশব্দে খসে পড়ে
পুতুল নাচ থেমে যায় হঠাৎ
সিংহাসন তছনছ সিংহের ঘাড়ে থাকে না কেশর
মোসাহেবের দল আড়ালে লুকিয়ে খুঁজে নয়া ঝোপঝাড়
তারপর আবার চলে কানে কানে বেহুলার মন্ত্র পাঠ।