যাই ফিরে যাই জানি না কোথায় কোন দিকে
দূরদেশ বন বনানী থাক পড়ে থাক
গোপীবাগ আজিমপুর ফকিরাপুল ছেড়ে
তারপর চামেলীবাগ সিদ্ধেশ্বরীর কথা
মনে নেই কত যে দূর শাহজাহানপুর
থেকে সেই ফফিরাপুল এসে আবার দেখি
অবিকল সবই আছে নেই জীবন নদী
রাগে ক্ষোভে আরামবাগ এই আরামবাগ
আছে আমি আছি জানি না কোথায় কোন দিকে
যাই ফিরে যাই শেকড়ে মেছের শাহ শুয়ে
আছে যে মাটিতে শায়খ ফরিদ নামে কোন
লোক ছিল কিনা যেখানে সেখানে যেতে চাই
যাওয়া হবে কি হবে না জানি না এই আমি
সেই আমি হবো শপথ আমার বললাম
যাই ফিরে যাই ভুবনেশ্বরের তীরে যাই
মনোবনহীন স্বাগত বনানী সূর্যোদয়।