নদী যায় যেতে যেতে
ফিরে আসে ঢেউ
ঢেউয়ের আঘাতে গোলাপ বাগান উজাড় হলে
সীমাহীন ক্ষতির করুণ জ্বালা বুকে এসে
কাছাকাছি দাঁড়িয়ে রাতের চাঁদ তারপর একা একা
বাতাসে হারায় রূপালি কাঁপন
ঝড়ের পাখিরা ওসবের কিছুই বুঝে না
দৃঢ়তার সাথে বলে নদীর কাছে যাও
নদীতে জোয়ার ডেকে আনো
তীরের অশুভ ফসল বাণে হারিয়ে যাক
জীবিত নদীর ভালোবাসায় অযথা ভাগ বসাবার
অথবা বেঁচে থাকায় তাল বাহানার সময় এখন চলে গেছে
ঠিক ঠিক জেনো
নদী যায় সে পথে
যে পথে ফিরে আসে ঢেউ।