তেল কয়লা সোনার খনির উপর নয়
নয় ভালোবাসার অনেক পাওয়ার না পাওয়া
অন্য কোন হামলা হুমকির উপর নয়
দেশ আমার বাংলাদেশ জলের উপর
আজ ভাসছে কাঁদছে অবিরাম রাত্রিদিন
মানুষের ঘরের চালে মগ ডালে নৌকায়
নিয়েছে ঠাঁই বাঁচার শেষ লড়াই করছে
ঢাকা নগরবাসী যারা কখনো বানভাসি
দেখিনি তারাও আজ বান ভাসা নাগরিক
ছুটছে এদিক ওদিক খুঁজছে উঁচুতলা
কামরাঙ্গীর চর থেকে নিখোঁজ ত্রাণকর্মী
তাদের দুঃখ এখন আমাকে নিয়ে ব্যস্ত
নারিন্দা বসু বাজারের আত্মহত্যাকারী
দুঃখ জানি আমাকে আর ছোঁবে না অন্তত:
আজকের এইযে বান বন্যার দিনমানে
ডিক্রির চরে ঘরের চালে সাপ জোঁক ব্যাঙ
গরু ছাগল মানুষের সহাবস্থান কালে
বানে ভাসা এক কাল নাগ সঙ্গীর সন্ধানে
ডুবো ডুবো ঘরের চালে সোজা উঠতে গিয়ে
ঘুমন্ত কিশোরীর পায়ের ছোঁয়াঘাতে
ঘাড় বাকিয়ে ফণা উঁচিয়ে হানে যে ছোঁবল  
সেই কিশোরীর লাশ ভেসে যেতে দেখা দেখি
চল্লিশ বসন্ত বিদায়ী একজন মানুষ নেড়ে চেড়ে দেখছে
‘হিমালয় থেকে সুন্দর বন হঠাৎ বাংলাদেশ’
তারপর বলা হয়েছে পদ্মার কথা -
হোয়াংহো একদা চীনের দুঃখ ছিল
এখন সুখ ছড়ায় একশ কোটি মানুষের মনে
এই পদ্মা এই গঙ্গা আর কত দিন
দুঃখের আহাজারি বয়ে আনবে দশ কোটি ঘরে
পাহাড়ের ঢল চাইনে বানের জল চাইনে
প্রকৃতির কীর্তিনাশা রূপ রং রস চাইনে
কেন বন্যা কে দেয় বন্যা কিসের বন্যা
বন্যার দুঃখ বুকে অস্থির বিচঞ্চল
পদ্মা মেঘনা যমুনার ক্লান্ত শ্রান্ত দুই তীর।