দীর্ঘ দ্বন্দ্বদশার ভিড়ে যায় দিন আসে রাত
ঘুমের শহরে চলছে অশান্ত ধর্মঘট
কিছুই বলতে পারিনে, বলাবলিতে নেই
নিকট জনের পলায়নপর মনোভূমি
যাকে বলি সেই বলে বাইরে যাওয়া ভালো -
কোন কথা নেই ভগবানগোলা চলে যাও


সিরাজের করুণ দিনের স্মৃতি বুকে
দাঁড়িয়ে থাকা বটগাছটি মরে যাচ্ছে
বাঁচবে না আর বাঁচানো যাবে না তাকে
অদিনের হাতে বার বার মার খেয়ে
হারিয়ে গেছে ইতিহাসের লাল একটি পাতা


ঢাকা ছেড়ে যাবো কিনা যেতে যেতে
মাঝ পথ থেকে যদি ফিরে আসি
তবে তুমি কি বলবে জানি না তো?
আর যে পারিনে নীলাঞ্জ
বেশ এবার তুমিই বলো যা বলার।


(চমৎকার সাহস)