শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
এমন বাসনা কখনো করুক কেউ
সাগরে খড়গ কৃপাণ নদীর ঢেউ


শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
দরকার নেই ; চাইনে, চাইছি শুধু
একেলা থাকার বিনীত সাহসাবলী
স্মৃতির আগাছা উপড়ে ফেলার কথা
এখনি বলতে চাইনে, চাইছি শুধু
একেলা থাকতে এইতো দিনের মতো


শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
মাইল মাইল দূরের পুরনো ছবি
নীলক্ষেত ফেরা জীবন নয়তো সে যে
আকাশ কাননে উদাসী যাওয়া আসা
কেবলি বুকের ব্যথাটা বাড়িয়ে তুলে
ক্ষমা নেই তার, মাথায় চড়েছে খুন


শুদ্ধ মানুষ আমাকে বলুক কেউ
সকাল হারিয়ে বিকেলে দাঁড়িয়ে আছি
সাগরে খড়গ কৃপাণ নদীর ঢেউ।


(চমৎকার সাহস)