ভোরের আকাশ তখন ও স্বচ্ছতা পায়নি....  
শিয়রে খোলা জানালায় একরাশ কুয়াশার ভিড়..
ডুবি ডুবি করে শশধর পশ্চিমে তখন ও অস্ত যায়নি ।
এক ঝাঁক ঠান্ডা ঝলক ভাঙালো ঘুমের নীড়  
মশাদের ক্ষুধার রাজ্যের বাধা হল অবসান ।


অদ্ভুত আঁধারে পাই গাঢ় সমাচার.....  
কোন এক স্বর্ণের লঙ্কা পুরে দেখা স্বর্ণ কুমারী !  
কেড়েছিল নিদ্রা-আহার , বোধ হয় সাত জনম আগে দেখা
যখন লঙ্কা পুড়ে হয়নিকো ছারখার!  
মরি সে রূপের কি বাহার.........  


বোধ হয় দেখেছিলাম সংঘারামে ,বৌদ্ধ শ্রমনীর বেশে  
পিতাম্বরী শাড়ি অধরে মৃদু হাসি  
চীন ,জাপান ,বার্মায় অথবা বহু দূর দেশে ।
কোন এক অদ্ভুত ময়ুখ রাশি !
করেছিল প্রমোদিত ,বহুযুগ ধরে ।


হয়তো বা দেখেছিলাম রুশে .....
কাঁধে কাঁধ দিয়ে বিপ্লবের দীর্ঘ পদক্ষেপে।  
হয়তো বা হোয়াং হোয় কতবার গেছি ভেসে ..
সানু প্রদেশের মানুষের মত ...
জীবন গেছে মৃত্যুর দৈর্ঘ্য মেপে ......


হয়তো এ জন্মেই বহু সংগ্রামে ....
যেখানে স্বাধীনতার নামে ,রক্ত ফিনকি দিয়ে ছোটে !
সকরুণ চোখে বধুরে বিদায় দিলে রণক্ষেত্রে
যখন কাক ভোরে ,পুকুরের ধারে কলমী ফুল ফোটে ।

মৃত্যুর স্রোতে ভেসেছি কতবার হাত ধরি......  
আবার কখন মৃত্যু এসেছে ছাড়া ছাড়ি করি.....