বীর বাঙালী ,স্বাধীনচেতা
দেখিয়েছিলেন বুকের পাটা
আজাদ হিন্দ বাহিনীর নেতা
সুভাষ চন্দ্র নাম ।


এ দেশ যখন ব্রিটিশ শাসন
দেশ মাতৃকার রক্তক্ষরণ
ছাড়লেন তিনি ইংরেজ তোষণ
না ভেবে পরিণাম !


রক্ত দাও স্বাধীনতা দেবো
অহিংসার নীতি ব্রত
উদার কণ্ঠে হলো উদৃত
হলেন কারাবাস ।


দিলেন তিনি বিদেশ পাড়ি
আজাদ হিন্দ বাহিনী গড়ি
অসীম সাহস বুকে ধরি
পরলেন সৈন্যবাস।


স্বাধীন করতে মাতৃভূমি
রণভূমিতে লড়লেন তিনি
হঠাৎ উধাও হলেন তিনি
হলেন ইতিহাস ।


জন্ম জানি, মৃত্যু জানিনা
তোমায় ছাড়া নেতা মানিনা
তুমি অমর ,মহান সেনা
তুমিই বীর সুভাষ ।