উত্তরাধিকারী; সুপ্রাচীন ঐতিহ্যের সুদীর্ঘ পরম্পরা
ধীর লয়ে গড়ে ওঠা আমার সভ্যতা-সংস্কৃতি-উত্তরণ


উত্তরাধিকারী হিসেবে প্রাপ্তি ঘটে,
পূর্ব পুরুষের বাড়িঘর, জমিজমা, ব্যাংক ব্যালেন্স-
শুধু কি তাই!
যাবতীয় দায়-দায়িত্ব, ধার-দেনা
এমনকি রোগ-শোকও এ তালিকাভুক্ত


সভ্যতার মসৃণ বুকে
অসভ্য আগ্রাসী হাত আঘাত হেনেছে বারবার-
রোমশ বাহুর উদগ্র কামনায়
ভেঙে গিয়েছে প্রতিরোধের সমস্ত আগল,
ভুলুন্ঠিত হয়েছে, অগণিত অশ্রুসজল দেহমন্দির


সে অবতরণও কি এই উত্তরাধিকার সূত্রে পাওয়া?


ভয়ে জড়োসড়ো পাদুটোকে
জড়ো করে ঘুরে দাঁড়াতে পারি না,
ক্রমশ পিছু হটে যায়-


ভীত সন্ত্রস্ত মুখটাকে
মুখোমুখি মুখর করতে পারি না,
ক্রমশ পলায়নপর হয়ে যায়-


ভূমি অভিমুখী আনত দৃষ্টিটাকে
সাহসে ভর করে চোখাচোখি করতে পারি না,
ক্রমশ লজ্জায় হেঁট হয়ে যায়-


ভয়হীন "উন্নত শির"
সুমহান উত্তরাধিকারের নিঃশঙ্ক অঙ্গীকার-


কিসের বড়াই আমার! আমাদের!