যেতে আসতে রাস্তার ধারে
নজরে পড়ে,
জীবিকা বলতে ওই,
দিন এনে দিন কাটানো, কোনোমতে
আর,
সেই ঘরে কিনা এমন টুকটুকে রূপসী বউ!
কেমন বেমানান না!


ছেঁড়া পুঁটুলিতে কি আর
বহুমূল্য ফিরোজা রাখা যায়!
নাকি,অন্ধকার ঘুপচিতে
এমন ডানাকাটা সৌন্দর্যের ঐশ্বর্য শোভা পায়!


লোকে বলে,
প্রেম নাকি পারে;ঘোর অসম্ভবও সম্ভব করতে


কিন্তু, সেই লোকেই বলছে এখন,


প্রেম থাকে রূপকথার মসৃণ পাতায়
আর,ঘরসংসার বাস্তবের খসখসে খাতায়


না,না। এ অসম্ভব!
এ বিয়ে টিকতে পারে না। কিছুতেই না