বর্তমান কোনো ভুঁইফোঁড় নয়
আকাশ থেকেও পড়েনি


প্রত্যেকটা সম্পর্ক
একটা অতীত নিয়ে প্রবাহিত      


তবুও
নেমপ্লেট পাল্টানোর কাজ চলে-
তোড়জোড় চলে,
অতীত ইতিহাসের উত্তরাধিকার; মুছে ফেলার-


অতীত  শুধুই এক্স হয়ে,
নামহীন জনারণ্যে হারিয়ে যায়,বারবার


উভচরের এই একটা মস্ত সুবিধে
জলেও সে যেমন স্বচ্ছন্দ; ডাঙাও তার, তেমন পছন্দ


আর, আমার বড়ো অসুবিধে
শুধু বর্তমান বুকে নিয়ে বেঁচে থাকতে পারিনা


সোনালী অতীতের সর্বময়ী অস্তিত্বে
তুমি আমায় বড্ডো জ্বালাচ্ছো, এখনও


"বাংলা কবিতার স্মারক"