আমার শরীর-জ্ঞান হওয়ার পর থেকেই
সেটা আমার- একান্তভাবে আমার।
সুখ-দুঃখ, রাগ-অভিমান, জ্বালা-যন্ত্রণা
সবটা নিয়েই- আমার শরীর।
আমার শরীর- আজ একজনকে তৈরি করলো-
সে আলো দেখলো পৃথিবীর।
জানান দিলো নিজের অস্তিত্বের-
তার প্রথম কান্নায়।
আমার দুটো হাতের দশটা আঙুল
স্পর্শ করলো তার হাত-পা-মুখ
গোটা শরীরটাকে।
চরম বিস্ময়ে-পরম যত্নভরে
সেই শুভজন্মদিনের
সেই শুভক্ষণে।
ছোট্ট শরীরটা আজ-
চব্বিশতম বসন্তের দ্বারে-
আমার শহর থেকে অনেকদূরে-
অন্য আর এক শহরে।
আজ আমার হাতদুটো তাই
ব্যথায় টনটন করে ওঠে
তাকে জড়াতে না পারার যন্ত্রণায়-
তাই, এই কালো অক্ষরগুলো
ভাসিয়ে দিলাম ইথার তরঙ্গে
তারাই জড়িয়ে ধরুক
আমার প্রিয় মানুষটাকে-
আমার হয়ে-