ও আমার প্রিয়তমা নারী,
তোমার রূপ, আমায় মুগ্ধ করে না-
তবুও যে তোমায় ভালোবাসি।
উদাত্ত প্রেমিকের মতো-
পিপাসার্ত- তৃষিতের মতো
তোমায় বারেবারে চাই।
বারেবারে পেয়েও আমার আশ মেটে না।
খিদে-তৃষ্ণা আরো বেড়ে যায়।
না, বলছি তো তোমার জন্য নয়-
তোমার গর্ভজাত কৃতী সন্তানের জন্য।
সে সন্তান তো আমার নয়।
তবুও সেই সন্তানের জন্য তোমায়
ভালবাসতে ইচ্ছে করে একান্তভাবে-
সে সন্তানের জননী তুমি
জনক ও তুমি।
রূপবান শব্দ আর রূপবতী লেখনীর সঙ্গমে
তোমার গর্ভ ধারণ করেছে কৃতী সন্তানদের।
আমি তাদের রূপের ছটায় পাগল
হে রত্নগর্ভা- হে প্রিয়তমে।