তুমি আর আমি বসেছিলাম-
তিস্তার উৎসমুখে।
বরফগলা জল ভিজিয়ে দিচ্ছিল-
নগ্ন পা দুজোড়াকে।
নদীর ঊর্ধ্বগতির স্রোতের মতো কথারা
বয়ে চলছিল- দুড়দাড় করে- দুজনের।
তোমার মুগ্ধ চোখেরা শুনছিল-আমার কথা
আর আমার কথার কেন্দ্রে ছিল-
তোমার উজ্জ্বল চোখ দুখানি।
হঠাৎ দেখলাম-তোমার চোখদুটো
প্রোজ্জ্বল হলো-
সে এলো বলে।
তোমরা উঠে গেলে নদী থেকে-
সমতলভূমি পার করে-
পাহাড়ের ওপরে- ঝর্ণার ধারে ।
আমি এখনও দেখতে পাচ্ছি-
তোমার প্রোজ্জ্বল চোখজোড়াকে-
আমার ভেজা চোখদুখানি দিয়ে -