তোমার দুঃখে আমার বড়ো যন্ত্রণা হয়-
সান্ত্বনা দিই- ক্ষতে মলম লাগানোর মতো।
তুমি, তোমার সব কষ্টের কথা-
আমায় বল- অকপটভাবে।
আমিও চেষ্টা করি, তোমার কষ্টটা-
যাতে লাঘব হয়।
ছেলে-বউয়ের ঝগড়া-
বা স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে-
আমিই সবসময় চেষ্টা করেছি মিটিয়ে দিতে।
তোমাকে ছাড়া শপিং,ঠাকুরদেখা, সিনেমা যাওয়া-
আমার কাছে অর্থহীন।
আর সেই তুমি-
কোন আক্কেলে আমারটার চেয়ে
দু-ইঞ্চি বড়ো টিভিটা কিনলে-
আর পড়শি হয়ে-
আমাকে সর্বদা সেটা দেখে যেতে হবে?