পাঁচমুড়া পরিচিত সেই পাহাড় নয়
বরং, সাদামাটা কাদামাটি এক গ্রাম


মুখর নয়,
নীরব নিভৃতচারী এক স্রোতস্বিনী যেন
নিজের কাজটুকু নিয়েই যার,
ধীর পায়ে স্থির লক্ষ্যে বয়ে চলা-


-কবে থেকে?


শুরু সে অনেক,
অনেক কালের দু'চোখ ভরে স্বপ্ন দেখা থেকে-


তারপর!


দু'হাতের নিরলস সাধনা
আর,
অনলস পরিশ্রমী চাকার
পথ পরিক্রমায়,
নিছক একতালু কাদামাটির
জয়যাত্রায় বেরিয়ে পড়া-


ছোট্ট এই গ্রাম ছাড়িয়ে
শহরের পর শহর পেরিয়ে
পাহাড়ের পর পাহাড় ডিঙোতে ডিঙোতে
বিশ্বজয়ের বিশ্বভ্রমণপথে,


সব্বার আদরমাখা প্রিয় ঘোড়াটি হয়ে-