পথ হেঁটে যায়,
পাহাড় পদতলে-


পথ হেঁটে যায়,
নদী সমান্তরালে-


বুকের কাছে থেকেও
কাছে থাকতে পারলো না, ওরা
চলে গেল চিরতরে, দূরে সরে-


সুখের কাছে থেকেও
সুখী হতে পারলো না, ওরা
বয়ে চললো আজীবন, দুঃখের বোঝা মাথায় করে


এ জীবনে হলো না, যা কিছু
এ জীবন পেলো না, যা কিছু
তোলা থাক সব, তবে; আবার হবে বলে,


আগামী কোনো এক জন্মের; জন্মান্তরে-