নামেই ভাদ্র
ভদ্রতার লেশমাত্র নেই
বুঝতে পারি না,
কখন যে কি করে বসে-
এই ঝাঁ ঝাঁ রোদ
এই ঝেঁপে আসে


নামেই তালপুকুর ঘটি ডোবে না
কিংবা সেই কানা ছেলেটা-
পদ্মলোচন যার নাম;
নাম কেমন ব্যঙ্গ করে করে
অতিষ্ঠ করে তোলে, সারাটাজীবন-


ভরা জ্যোৎস্নায় চাঁদ নাম কি সার্থক  
তার রূপে গুণে -
সাগরের সুবিশাল যেমন  বিদ্যাসাগর নামে