তুমি নেই আজ-
বিচ্ছেদ বেদনা তবু সহ্য হয়
একাকীত্বেও যে তুমিই বর্তমান
মুছে যাওয়া অতীতেও যে তোমারই সাক্ষ্য


ও যে মুছে দিল তোমার অস্তিত্ব
যেন তুমি ছিলেই না কোনদিন
আজ সে শুধু, শুধু সে-ময়, শুধু তারই সময়    


প্লাবন যেমন বাঁধভাঙা প্রবাহে
উচ্ছ্বাস যেমন বাঁধনহারা আনন্দে
‘সেলিব্রেশন’ তেমন উপচে পড়ে আজ; ওরই বন্দনাগানে!  

আমার আর একটু সময় চাই; তোমায় ভুলবার!  
আমার আর একটু সময় চাই; ওকে বরণ করবার!