প্রবহমানা নদী গিলে খেলো স্থল-ভাগ।
বিস্মৃতির অন্তরালে হারিয়ে গেছে
দোসরের সঙ্গে কাটানো অগণিত মধুর যাপনকাল।


নদীর বুকে জেগে ওঠে নতুন নতুন চর।
চরে নতুন বসতি গড়ে ওঠে
আবার স্থল-ভাগ গ্রাস করে নদীকে।


স্মৃতি থেকে বিস্মৃতির সোপানে
নতুন সান্নিধ্য পুরাতনের দখল নেয়।
আশ্বিনের কালো মেঘ দখল নেয় নীল আকাশের।


অলস কোনও দুপুরে বা জনহীন সময়ের অবকাশে
দোসরের স্মৃতি জেগে ওঠে আবার
নদীর বুকে জেগে ওঠা চরের মতো।