চাঁদ ছোঁওয়ার পর
আর তো কোনো কৃতিত্ব বাকি থাকে না
সাফল্যের অর্জিত তালিকায়!
কোনো অবশিষ্ট পড়ে থাকে না যে আর,


তবে,কেন এতো বাদ-বিসংবাদ
এ অপরূপ চন্দ্রালোকিত জোছনায়


সবসময়েই কেউ কেউ থাকে
আনন্দে বাগড়া দেওয়ার জন্য
সাত মণ দুধে
এক ফোঁটা দূষিত গোচনা মেশানোর জন্যে


জ্যোৎস্না বুঝি কোনো এক অলীক কবি কল্পনা!


বাস্তবের চন্দ্রপৃষ্ঠ
বড়ো কুৎসিত,এবড়ো খেবড়ো;খানাখন্দে ভরা
চন্দ্রযানকে অবধি
সফ্ট ল্যান্ডিংয়ের জুতসই মাটি খোঁজ করে যেতে হয়
সাবধানে-সন্তর্পনে-পা গুণে গুণে-


প্রাণের আবেগের দুহাত বাড়ানো ভালোবাসা
পরম প্রিয় কন্ঠহার হয়ে থাকার কথা-
কিন্তু না,
তার পরিবর্তে!


প্রেরক যেমন গুরুত্বপূর্ণ
প্রাপকেরও তেমন সমঝদার হওয়ার প্রয়োজন


নইলে,
মহা মূল্যবান মুক্তোর হারও
মাটিতে গড়াগড়ি খেতে পারে
প্রাপকের আকাট মূর্খতায়!