কবি মনের কবি ভাব জাগে প্রতিদিন
একটি কবিতার আশায়,
সকল ভাবনা মিশে হয় একাকার
কখনো কাঁদায় আবার হাসায়।

আজও পারিনি একটি কবিতা লিখতে
মনের মত করে,
যে কবিতা মানুষের মনে গেঁথে রবে
আমার মরণের পরে।