কবিতা শুরু করি শেষ করতে পারিনা!
বাংলা রাষ্ট্রভাষার মূল ভিত্তি যিনি,
মাতৃভাষার স্তম্ভ তিনি।

কবিতা শুরু করি শেষ করতে পারিনা!
ভাষার ঐতিহ্যে মিশে আছে যিনি,
বাংলা ভাষার প্রাণ তিনি।

কবিতা শুরু করি শেষ করতে পারিনা!
ভাষা সৈনিকদের আদর্শ যিনি,
ভাষার বাগানের ফুল তিনি।

কবিতা শুরু করি শেষ করতে পারিনা!
মাতৃভাষার স্বাদ দিলেন যিনি,
বাংলা ভাষার মহানায়ক তিনি।