নাতিঃ-
ও দাদা এইবার তুমি আমার কথা শোনো,       বিয়া করা ছাড়া এখন নাইকো গতি কোনো।

দাদাঃ-
তোর চাইতে এ ভাবনা আমারও কি কম?
বুঝাইয়া কইতাছি এবার নিতেদে দম।

নাতিঃ-
কি আর হবে বুঝাইয়া বয়সতো প্রায় শেষ,
আর কয়দিন গেলে বিয়ার থাকবনাতো রেশ।

দাদাঃ-
লকডাউনে টাকা সব শেষ বুঝার চেষ্টা কর,
আজব চিন্তা না করে সংসারের হাল ধর।

নাতিঃ-
এইবার বুঝছি তোমার আসল সমস্যা টাকা,
খরচ কমাইতে দাদীরে নিয়া চলে যাব ঢাকা।