বেঁচে আছি তাই তো
নিঃশ্বাস নিতে হচ্ছে,
কথা বলতে হচ্ছে,
কাজ করতে হচ্ছে,
উঠতে বসতে মানুষ জনের কথা শুনতে হচ্ছে।
বেঁচে আছি বলেই
কষ্ট পেতে হয়
কষ্ট পেয়ে হাসতে হয়
হাসিমুখে ভুল গুন মেনে নিতে হয়।
বেঁচে আছি বলেই
হাটি, কথা বলি , চোখের জল ফেলি,
মা কে সান্তনা দিয়ে বলি
আর কাঁদে না
এই দেখ
আমি তো বেঁচে আছি।
বেঁচে আছি বলেই
ধৈর্য ধরে থাকি
দিন দেখি
রাত দেখি
সকালে ব্যাগ গুছিয়ে
তড়িঘড়ি বের হই
অফিসে যাই।
বেঁচে আছি বলেই
যন্ত্রণা কি জিনিস অনুভব করতে পারি।
বেঁচে আছি তাই তো
এত সব কিছু হচ্ছে।
বেঁচে আছি
বলেই না।