আমার জীবন ছিল
কর্মময় স্বাধীন,  
ঝড়ঝঞ্জা প্রতিরোধ
ধৈর্যে তুলনাহীন।


এইভাবেই সময়
চলে যায়
সংগ্রামে সংগ্রামে
অপরাজিত হায়।


আমার রাজ্যে আমি একা;
ক্লান্ত প্রানে,
কত বিপদ এলো গেলো
ধ্রুবতারা জানে।


তারপর একদিন
তুমি এসে বললে প্রিয়তমা;  
আমার আগত দিনের সবটা
তোমাকে দিলাম জমা।।


গ্রহন করলাম
অমর প্রেমের বানী;  
না জেনে করেছি ভুল
জানতো অন্তর্যামী।


তারপর দিন যায়
অযতনে অতি;  
স্বপ্নে বিভোর তবু
কাটে দ্রুতগতি।।


বলেছ কতবার
রুপকথার রাজপুত্রের বেশে
আমার সকল ব্যাথার বিনাশ
করবে এসে।


বিশ্বাস করে সবটুকু কথা।
এখন তোমার কাছে
সবটা অযথা।


এ কেমন জীবন আর
ভালোবাসার বিধান।
প্রান কেড়ে নিয়ে তুমি
প্রান কর দান।


দানের নিকুচি করি  
হৃদয় করেছো ছেদ।।
একদিন ওগো নিষ্ঠুর
দিগুণ বেদনা তোমার
হৃদয় করবে ভেদ।


ধ্বংস হোক তোমার
সকল মিথ্যা ভালোবাসা।।
মরে গেছে আশা।।