মাংসের চেয়ে কাঁঠাল ভালো
দিনের চেয়ে  রাত।
বেগুনের চেয়ে মিষ্টি কুমড়ায়
আছে বেশী স্বাদ।
তেল ছাড়াও  রান্না হবে
বিনা চালে ভাত।
মোরা এখন স্বর্গে আছি
নাইকো কোন অভাব।
কাজের চেয়ে কথায় পাকা
মোদের এটাই স্বভাব।
পেটে মোদের ভাত জুটে না
আছে শুধুই আহার ।
কাঁঠাল দিয়ে বার্গার খাব!
কেমনে বুঝাই তাঁরে।
চালের কেজি আশি টাকা
আঁটা পঁচাত্তর।
তাইতো মোরা বাজাইতেছি
দুর্ভিক্ষেরই সুর।