আজ আবার শব্দগুলো অনুপস্থিত হয়ে যাচ্ছে
আজ আবার কবিতা ঘর বাঁধার জন্য পালাচ্ছে


আজ আবার বিষাদের  কাঁকড়াবিছে।
হুল ফুটিয়ে করছে আমায় রক্তাত্ত
তুমি হয়তো মানবে না
তোমাতেই শুরু
তোমাতেই শেষ
আমার জীবনের ইতিবৃত্ত


কাল স্বপ্নে দেখলাম !!


তুমি নদীর ওপারে
এপারে আমি
মাঝে অনেক নুড়ি , পাথর , নিরাভরণ।
মাখে এলোমেলো পদক্ষেপে
তোমার দ্বিরাগমন

ক্লান্ত হৃদয়ে
যাচ্ছি মিশে
নদীর সাথে
হটাৎ দুকূল চাপিয়ে  এলো বান
আর সাথে বৃষ্টি
আমি তখনও মাঝনদীতে
হটাৎ ডুবে গেলাম
নদীর জলে না তোমার চোখের জলে
তা আর নাইবা বললাম  


জানি তোমার চোখের জল  শুকিয়ে যাবে
রজঃস্বলা নদী ও বন্ধ্যা হয়ে যাবে


আমার বুকের ক্ষত ও শুকিয়ে যাবে


তোমার কাছে আশা কিছুই  করিনি
শুধু জাহাজডুবি হওয়া ভাগ্যাহত নাবিকের মতো
বাকি জীবনটা কাটাতে হবে একা একা
এটাই ভাবিনি।।


তোমার থেকে দূরে থেকে মনখারাপের জ্বালা।
সবার থেকে বেশি কষ্ট।
তোমার অবহেলা।