আজ আবার ইচ্ছেগুলো বৃষ্টিভেজা সুখ
আজ আবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখার নিঃশব্দ অসুখ।


আজ আবার চিলেকোঠায় লুকিয়ে পড়ে নিজে নিজে কাঁদা
আজ আবার তোমাকে নিয়ে মিথ্যে স্বপ্ন বাঁধা।


আজ আবার সাঁজবাতিতে বৃথাই তারা চেনা
আজ আবার অবাঞ্ছিত কষ্টগুলোর বৃথাই আনাগোনা।


আজ আবার ইছেনদীর শুকনো মরাখাত
আজ আবার ব্যর্থ প্রচেষ্টার মিথ্যে অভিঘাত।


আজ আবার ক্লান্ত মনপথিক ঘোরে কিসের প্রতীক্ষায়
মিথ্যে ভোরের আশায় থেকে কালো রাতের অপেক্ষায়।


আজ আবার উজান বেয়ে সর্বনাশা দুঃখনদী
আজ আবার আঁধারপানে বসে থাকা নিরবধি।


আজ আবার মিথ্যে আশা শরীর ছুঁয়ে যায়।
বহমান সময়কে ধরে রাখার বৃথা প্রচেষ্টায়।  

আজ আবার নিজের কাছে একলা হয়ে যাওয়া
আজ আবার হারিয়ে তোমায় , নিজেকে খুঁজে পাওয়া।।