দেখা যায় না তাদের যত্র তত্র
তারা ঘরেই দিন কাটায়।
হাতে আছে যন্ত্রখানা
দিন রাত শুধু পোস্টায়!

এদের কাছে জীবনের অর্থ
জানতে চাওয়া নিরর্থ
এরা মানুষ নামের যন্ত্র
ফেসবুক এদের মন্ত্র !

এরা এমনি ভীতু অনেক
করে না টু শব্দ
ফেসবুকেতে এরা কিন্তু
করে সবাইকে জব্দ।

ফেক একাউন্ট খুলে ওরা
দিচ্ছে খাসা গালি
ভাবছে হেন কর্মকান্ডে
সবাই দেবে তালি!

দেখে এদের মাতলামি
হাসি পায় খুব
মনে মনে বলি-খোকা
এবার লেখাপড়ায় দে ডুব!

বাপের পয়সা,মায়ের পয়সা
আর কত করবি শেষ
তোর মত কুলাংগারে
ভরে যাচ্ছে দেশ।

এবার তুই ক্ষান্ত দে রে
পাগলামিটা ছাড়
ফেসবুকিং টা একটু কমা
তার যতেচ্ছ ব্যবহার।

তোরাই নাকি জাতির বিবেক
তোরাই ভবিষ্যৎ
কি লাভ হবে এসব বলে
তোরা এখন রসাতলে।

একটা একটা ধরে ধরে
থাকবে না জাত-পাত
এখন সময় করার
তোদের মুন্ডুপাত!