এ কেমন রাজ কাহিনী;
রাজা আছে রাজ্য নেই,
প্রাসাদ আছে তার রক্ষী নেই,
দরবার আছে তার মন্ত্রী নেই,
এই হল তার পরিণতি?
হাজার বছর যুদ্ধ করে_ অবশেষে শূন্য হাতে,
একলা ঘরে অন্ধকারে, সিংহাসনটা একলা পরে ।
যুদ্ধ শেষে হারল রাজা_ রাজ্য গেল কৃষ্ণ কূপে,
পূর্ণিমাতে মাঝে-সাঁঝে আলোর দেখা হয় সেখানে ।
তারায় ছিল আকাশ ভরা_ তারার মাঝে উজ্জ্বল যেটা,
সেই তারাটা অন্যের হাতে রাজ্য সাজায় ভালোবেসে ।
শূন্য রাজা কারাগারে রানীর মনের কাঠ গড়াতে,
রানীর হাতে রেশমী চুরি, হাতকড়াটা রাজার হাতে ।