প্রিয়তমা, ভুলিনি।
আজও রেখেছি মনে
যত দূরে থাকো
উত্তরের শীতল বাতাস ছুঁয়ে দিবে তোমায়
এটুকু আছে আমার।
ভোরের সূর্যটা যখন পরবে তোমার চোখে
কিছুটা আড়াল করো,
করণ এই উত্তাপ আমার।
সন্ধ্যা আকাশ লুটাবে যখন
শত সহস্র তারা নিয়ে
মনে রেখো ,  
বর্ণমালা গুলো আমার  ।


গোমড়া মুখও আকাশ ঝরবে যখন বৃষ্টি হয়ে,
ধরে নিয়, এই অশ্রু আমার।
এটুকু আছে আমার।
মনে রেখো
আছো কাছে, হয়তো সাত সমুদ্র তের নদী দূরে।
পারি দিব
ইংলিশ চ্যানেল অথবা সাহারা, উয়ুনী সল্ট ফ্যাট
অথবা
         সাকা হাফং।